মূল পাতা মুসলিম বিশ্ব হজ ও পবিত্র দুই মসজিদের ইতিহাস সংরক্ষণে জাদুঘর নির্মাণ করবে সৌদি
শেখ আশরাফুল ইসলাম 29 September, 2025 07:22 PM
পবিত্র হজ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইতিহাস নিয়ে এবার স্থায়ী জাদুঘর নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব। প্রকল্পটি সরাসরি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের তত্বাবধানে বাস্তবায়ন হবে।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্বাবধায়ক কমিটির বিশেষ উপদেষ্টা যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় তত্ত্বাবধান কমিটি।
বাদশাহ সালমান এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই জাদুঘর নির্মাণের মূল উদ্দেশ্য হলো, হজ ও পবিত্র দুই মসজিদের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা; একই সাথে মসজিদুল হারাম ও মসজিদে নববীর স্থাপত্য বিকাশের ধারাবাহিকতা সংরক্ষণ করা।
শুরুতে এটিকে “হজ ও দুই মসজিদের বিশ্বকোষ” হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। তবে পরে এটি জাতীয় উদ্যোগে রূপ নেয়।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করছে “কিং আবদুলআজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভস”।
বৈঠকে আরও ঘোষণা দেওয়া হয়, মদিনায় শিগগিরই “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের ঐতিহাসিক ঘটনা” শীর্ষক একটি ফোরাম আয়োজন করা হবে। পাশাপাশি হজের ইতিহাস নিয়ে একটি প্রদর্শনীর প্রস্তুতিও চলছে।
এই উদ্যোগে অংশ নিবেন শীর্ষ আলেম ও কর্মকর্তারা, তাঁদের মধ্যে রয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ, মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. মোহাম্মদ আল-ইসা এবং হজ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়া।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন